সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে অর্ধ কোটি টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক

বড়াইগ্রামে অর্ধ কোটি টাকার হেরোইনসহ ট্রাক মালিক আটক


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের হেরোইনসহ মাইনুল ইসলাম (৪৬) নামে এক ট্রাক মালিককে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পাচারের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। শনিবার দুপুরে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে উপজেলার রয়না ভরট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাইনুল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোরাজারামপুর গ্রামের মৃত তরিকুল ইসলামের ছেলে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মানিকপুর এলাকায় ঢাকাগামী একটি ট্রাকে তল্লাশী চালানো হয়। এ সময় চালকের পাশের সিটের নীচে রাখা দুটি প্যাকেটে কমপক্ষে ৪৮ লাখ টাকা মূল্যমানের ৬শ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে সে সিটে বসা ট্রাক মালিক মাইনুল ইসলামকে আটক করে পুলিশ। একই সঙ্গে ট্রাকটিও জব্দ করা হয়।

ওসি আনোয়ারুল ইসলাম জানান, মাইনুল ইসলামের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …