রবিবার , নভেম্বর ১৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে অভয়াশ্রমে মাছ ধরতে নিষেধ করায় কৃষককে পিটিয়ে জখম

বড়াইগ্রামে অভয়াশ্রমে মাছ ধরতে নিষেধ করায় কৃষককে পিটিয়ে জখম



নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে সরকারী মৎস্য অভয়াশ্রমে মাছ ধরতে নিষেধ করায় ইব্রাহিম হোসেন (৫০) নামে এক কৃষককে এলোপাথাড়ি পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নগর ইউনিয়নের জালোড়া বিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম হোসেন উপজেলার ক্ষিদ্রি আটাই গ্রামের আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে আটাই গ্রামের কয়েকজন লোক পাঙ্গিয়ার দিঘী সরকারী মৎস্য অভয়াশ্রমে জাল ফেলে মাছ ধরছিল। এ সময় ইব্রাহিম তাদেকে মাছ ধরতে নিষেধ করেন। কিন্তু তারা মাছ ধরা বন্ধ না করে উল্টো তাকে গালমন্দ করে। পরে সন্ধ্যার কিছু আগে ইব্রাহিম জালোড়া বিলে ঘাস কাটতে যান। এ সময় আটাই গ্রামের আনোয়ার ও সুজনের নেতৃত্বে ১৫-১৬ জন লোক লাঠি ও রড দিয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

তারেক রহমানের ইতিবাচক রাজনীতি আশার সঞ্চার করছে:দুলু

নিজস্ব প্রতিবেদক,,,,,,,বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,গতানুগতিক রাজনীতির বাইরে তারেক …