সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে অপহরণের পাঁচদিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী

বড়াইগ্রামে অপহরণের পাঁচদিনেও উদ্ধার হয়নি স্কুলছাত্রী


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে এক স্কুলছাত্রী অপহরণের পাঁচ দিনেও উদ্ধার হয়নি। এ ঘটনায় শাওন হাসান (২০) নামের এক যুবকের নামে মঙ্গলবার মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর বাবা। অভিযুক্ত শাওন উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাটাশকোল গ্রামের আসলাম হোসেনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে শাওন হাসান দীর্ঘদিন থেকে নানাভাবে উত্যক্ত করাসহ প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বাড়ীর পাশ থেকে শাওন তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও ওই ছাত্রীর অভিভাবকেরা তার সন্ধান পাননি। পরে শাওনের অভিভাবকসহ স্থানীয় প্রধানেরা মেয়েকে উদ্ধার করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়ের অভিভাবকদেরকে থানায় যেতে বাধা দেন।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চত করে বলেন, পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে। একই সঙ্গে অভিযুক্তকে আটক করাসহ প্রকৃত ঘটনা বের করার চেষ্টা চলছে।

আরও দেখুন

হিলিতে দাম কমেছে আলু পেঁয়াজের ।

নিজস্ব প্রতিবেদক হিলি,,,,,,,,,,,,,,,আমদানি বন্ধ থাকলেও দিনাজপুরের হিলি স্থলবন্দরে সপ্তাহ ব্যাবধানেআলুর দাম কেজিতে কমেছে ১৫ টাকা। …