নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বড়াইগ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে রাবেয়া বেগম নামে (৮০) এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের খোর্দ্দ কাচুটিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটে। নিহত রাবেয়া বেগম খোর্দ্দ কাচুটিয়া গ্রামের মৃত আজিম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে খাওয়া দাওয়ার পর রাবেয়া বেগমকে ঘরে শুইয়ে দিয়ে স্ত্রী-সন্তানসহ তার ছেলে পাশেই শ^শুর বাড়িতে দেখা করতে যান। রাত ১০টার দিকে আকস্মিক বিছানার এক পাশে আগুন পোহানোর জন্য রাখা মাটির পাত্রের জ্বলন্ত কয়লা থেকে ঘরে আগুন লাগে।
এ সময় কেউ বাড়িতে না থাকায় ঘর ও ঘরের যাবতীয় আসবাবপত্র পুড়ে যায়। একই সঙ্গে বৃদ্ধা রাবেয়া বেগমও অগ্নিদগ্ধ হয়ে সেখানেই মারা যান। খবর পেয়ে রাতেই বড়াইগ্রাম থানার ওসি দিলীপ কুমার দাস ও জোয়াড়ী ইউপি চেয়ারম্যান চাঁদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …