নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে আকস্মিক অগ্নিকান্ডে বসতবাড়ি ভস্মিভূত হয়ে গেছে। আগুনে পুড়ে চারটি ছাগল ঘটসাস্থলেই মারা যাওয়াসহ আরো একটি গরু ও দুটি ছাগল দগ্ধ হয়েছে। এতে বাড়ির দুটি ঘর ও ঘরের যাবতীয় মালামাল পুড়ে গিয়ে প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে অগ্নিকান্ডের সুত্রপাত সম্পর্কে সঠিকভাবে কিছু জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, রোববার ভোর রাতের দিকে উপজেলার গুনাইহাটি গ্রামের মৃত অমিল উদ্দিনের ছেলে আব্দুর রহমানের বাড়িতে হঠাৎ করেই আগুন লাগে। এতে দুটি ঘর ও ঘরে থাকা গৃহস্থালী সামগ্রী পুড়ে যায়। এছাড়া গোয়াল ঘরে থাকা একটি গরু ও ছয়টি ছাগল দগ্ধ হয়। এ সময় চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ আনে। পরে উদ্ধার করা গবাদী পশুর মধ্যে চারটি ছাগল মারা যায়।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …