সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব আটটি পরিবার

বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে নিঃস্ব আটটি পরিবার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
নাটোরের বড়াইগ্রামে আকস্মিক অগ্নিকান্ডে আটটি বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরণের কাপড় ছাড়া সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এসব পরিবারের সদস্যরা। রোববার সন্ধ্যায় উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ানগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন জানান, সন্ধ্যায় শাহাবুল ইসলামের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। এ সময় আগুন দ্রুত তার ভাই শাহাদৎ হোসেন, বাবা সালামত হোসেনসহ প্রতিবেশি রুহুল আমিন, তার ছেলে রুবেল ও সোহেল রানা, মেয়ে রুবিনা খাতুন ও মমিন আলীর স্ত্রী আলেমা খাতুনের বাড়িতেও ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই আটটি বাড়ির ১৬টি টিনশেড ঘর ও ঘরে থাকা নগদ এক লাখ টাকাসহ বাড়ির যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে এসব পরিবারের কমপক্ষে ১২ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

আরও দেখুন

লালপুরের গণেশ চন্দ্র দাস আর নেই

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,,উত্তরবঙ্গের খ্যাতিমান ফুটবল খেলোয়াড় নাটোরের লালপুর সদরের বাসিন্দাশ্রী গণেশ চন্দ্র দাস (৮০)বার্ধক্যজনিত কারণে …