নাটোর প্রতিনিধি:
অভাবের তাড়নায় হোটেলে কাজ করে সংসার চালানো বড়াইগ্রামের দোগাছী গ্রামের মেধাবী ছাত্রী টুম্পা খাতুনের পাশে দাঁড়ালো আমেরিকা প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী মোজাফ্ফর হোসেনের অর্থায়নে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন জমিন রোয়াজান ফাউন্ডেশন। সম্প্রতি বিভিন্নপত্র পত্রিকায় অর্থের অভাবে হোটেল বয়ের কাজ করা মেধাবী ছাত্রী টুম্পার খবর প্রকাশিত হলে উপজেলা প্রশাসনসহ অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। বিষয়টি রবাসী মোজাফ্ফর হোসেনের নজরে এলে তিনি তার অর্থায়নে পরিচালিত জমিন রোয়াজান ফাউন্ডেশনের মাধ্যমে টুম্পার বাবা আব্দুর রহিমকে একটি অটোভ্যান প্রদান করেন। বৃহস্পতিবার জমিন রোয়াজান ফাউন্ডেশনের পক্ষ থেকে অটোভ্যান প্রদান করেন ফাউন্ডেশনের সদস্য সচিব নওশাদ আলী, প্রভাষক সাইফুল ইসলাম রুহুল,সমাজসেবক সানোয়ার হোসেন, মনিরুজ্জামান, জিয়াউর রহমান প্রমুখ।
মোজাফ্ফর হোসেনের অর্থায়নে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন থেকে বৃত্তি প্রদানের কথা বললে টুম্পা জানান আমার বাবা’র আয়ের জন্য বাবাকে একটি অটোভ্যান দিলে আমার হোটেল বয়ের কাজ করা লাগবেনা এবং সাহায্যের প্রয়োজনও হবেনা ।তখন আমেরিকা থেকে বিশিষ্ টব্যবসায়ী জনাব মোজাফর হোসেন অটোভ্যান দেওয়ার জন্য বলেন।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …