শুক্রবার , ডিসেম্বর ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের রয়না ভরট হাটের চারতলা বিশিষ্ট মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন

বড়াইগ্রামের রয়না ভরট হাটের চারতলা বিশিষ্ট মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের রয়না ভরট হাটে চারতলা বিশিষ্ট সরকারী মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিকভাবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে বনপাড়া পৌরসভার মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আজিজুর রহমান, জেলা পরিষদ সদস্য মৌটুসী আক্তার মুক্তা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম সরদার বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে দুই কোটি ৮ লাখ ২৪ হাজার ৩৯২ টাকা ব্যয় বরাদ্দে সরকার কনস্ট্রাকশন ও পিংকি কনস্ট্রাকশন যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …