মঙ্গলবার , ডিসেম্বর ৩১ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের যুবক শ্বশুর বাড়িতে গিয়ে নিখোঁজ, এক মাসেও সন্ধান মেলেনি

বড়াইগ্রামের যুবক শ্বশুর বাড়িতে গিয়ে নিখোঁজ, এক মাসেও সন্ধান মেলেনি


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম থেকে কুষ্টিয়ার ভেড়ামারায় শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে আব্দুর রহমান (৩৭) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার এক মাস পেরিয়ে গেলেও অদ্যাবধি তার কোন সন্ধান মেলেনি। নিখোঁজ আব্দুর রহমান বড়াইগ্রাম উপজেলার রাজাপুর গ্রামের মৃত মাঈন উদ্দিন মুন্সির ছেলে। এই ঘটনায় নিখোঁজ যুবকের মা ভেড়ামারা থানায় সাধারণ ডায়েরী করেছেন।

নিখোঁজের স্বজনরা জানান, আব্দুর রহমান গত ২৪ জানুয়ারি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রামে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। পরদিন দুপুরে তিনি ভেড়ামারা বাজারে যাবার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর শ্বশুর বাড়ি বা নিজ বাড়িতে ফিরেননি। গত এক মাসে বিভিন্ন আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরী গ্রহন করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

আরও দেখুন

লালপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটিরমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা …