বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামের মুক্তিযোদ্ধা পরেশ কর্মকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাহ সম্পন্ন

বড়াইগ্রামের মুক্তিযোদ্ধা পরেশ কর্মকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাহ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার লক্ষীকোল মহল্লার বাসিন্দা মুক্তিযোদ্ধা পরেশ চন্দ্র কর্মকার (৬৮) আর নেই। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে শারীরিক অসুস্থতাজনিত কারণে নিজ বাড়িতে তিনি পরলোকগমন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সকাল সাড়ে ১০টায় লক্ষীকোল মন্দির প্রাঙ্গনে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান শেষে তার লাশ দাহ করা হয়। গার্ড অফ অনার প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, বড়াইগ্রাম পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সরকার, জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়াদ্দার, বড়াইগ্রাম পৌরসভার সচিব জালাল উদ্দিন, মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, বড়াইগ্রাম উপজেলার প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …