নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম
বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৬৮) রোববার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার সকালে গোপালপুর উত্তরপাড়া ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়। তাঁর নামাজে জানাজায় জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি, উপজেলা চেয়ারম্যান ডা.সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ও নিহতের ভাই নাটোর জজ কোর্টের পিপি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শাহজাহান কবিরসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ নেন।
আরও দেখুন
নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম,,,,,,,,,,,,, বগুড়ার নন্দীগ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা …