নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বাহামালি পশুর হাটে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ফ্রী করোনা র্যাপিড এন্টিজেন টেষ্ট ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
আজ রবিবার (১৮ জুলাই) সকালে চলমান করোনা সংক্রমন মোকাবেলায় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং নাটোর জেলা প্রশাসক শামিম আহমেদ এর ব্যবস্থাপনায় বড়াইগ্রাম উপজেলা পরিষদের বাস্তবায়নে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগীতায় এই ফ্রি করোনা টেস্ট ক্যাম্পের আয়োজন করা হয়।
বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে দিনব্যাপী এ টেস্ট ক্যাম্পের উদ্বোধন করেন বড়াইগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মাঝগাও ইউপি’র ওয়ার্ড সদস্য জাহিদুল ইসলাম জাহিদ প্রমুখ।
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামের বাহিমালি পশুর হাটে ফ্রি করোনা টেস্ট ক্যাম্পের উদ্বোধন
আরও দেখুন
সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের
নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …