নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে পাঁচটি ইউনিয়নের প্রত্যেকটিতে ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান বিপুল ও সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন নবগঠিত এসব কমিটির অনুমোদন দেন। পরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি উপলক্ষ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠানে আগত নেতৃবৃন্দের কাছে এসব কমিটির তালিকা হস্তান্তর করেন তারা।
নবগঠিত কমিটিতে জোয়াড়ী ইউনিয়নে রাকিব উদ্দিনকে আহ্বায়ক ও রবিন খন্দকারকে সদস্য সচিব করা হয়েছে। বড়াইগ্রাম ইউনিয়নে সাইফ আল মাহমুদ নিশাতকে আহ্বায়ক ও নাহিদুল ইসলাম নয়নকে সদস্য সচিব, নগর ইউনিয়নে সবুজ আহমেদকে আহ্বায়ক ও সামিউল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। কৌশিক আহমেদ রোনালকে আহ্বায়ক এবং রতন সরকারবে সদস্য সচিব করে গোপালপুর ইউনিয়ন এবং কেএম মোসাব্বির রহমান পল্লবকে আহ্বায়ক এবং তুষার আহমেদকে সদস্য সচিব করে চান্দাই ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠণ করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে নিজ নিজ এলাকার সকল ইউনিট কমিটি গঠণের নির্দেশ দেয়া হয়।
আরও দেখুন
সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে রাতের আঁধারে একটি পুকুরের মাছ নিধন করার …