রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / গণমাধ্যম / বড়াইগ্রামের নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

বড়াইগ্রামের নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নবাগত নাটোরের বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে তাঁর সরকারী বাসভবনে সাংবাদিকরা এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় সাংবাদিকরা তাঁর হাতে পুষ্পস্তবক ও প্রেসক্লাবের সদস্যদের নামের তালিকা তুলে দেন।

এ সময় প্রেসক্লাব সভাপতি অহিদুল হক (যুগান্তর/ডেইলী অবজারভার), সাধারণ সম্পাদক আব্দুল মান্নান (ইত্তেফাক), যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী (দৈনিক আলোকিত বাংলাদেশ), সাহিত্য সম্পাদক আবু সাঈদ (দৈনিক ভোরের কাগজ), প্রচার সম্পাদক মতিউর রহমান সুমন (দৈনিক বাংলাদেশের খবর), তথ্য ও গবেষণা সম্পাদক ফারুক হোসেন (ডেইলী এশিয়ান এইজ), প্রকাশনা সম্পাদক মন্তাজুর রহমান রানা (দৈনিক খোলা কাগজ) এবং কার্যনির্বাহী সম্পাদক আব্দুল আওয়াল মন্ডল (দৈনিক মুক্ত প্রভাত) উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদেরকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি প্রশাসনিক কর্মকান্ডে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, তিনি গত ৩১ আগষ্ট সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা থেকে বদলী হয়ে বড়াইগ্রাম উপজেলায় যোগদান করেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …