শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন যুবলীগের দিনব্যাপী বিশেষ কর্মী সভা

বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন যুবলীগের দিনব্যাপী বিশেষ কর্মী সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন যুবলীগের উদ্যোগে দিনব্যাপী বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় আলোচনাসহ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তোজাম্মেল হককে পুনরায় নির্বাচিত করতে যুবলীগ নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বুধবার জোনাইল বাজারে আয়োজিত সভায় যুবলীগ সভাপতি আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী। সভায় প্রধান বক্তা ছিলেন বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন।

জোনাইল ইউনিয়ন যুবলীগের সম্পাদক মাসুম হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মিজানুর রহমান, যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি, চেয়ারম্যান তোজাম্মেল হক, জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ, সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের আহ্বায়ক জুলফিকার মতিন, যুগ্ম আহ্বায়ক মোহিত কুমার সরকার ও আবুল কালাম জোয়াদ্দার, বনপাড়া শহর ছাত্রলীগের সম্পাদক আতিকুর রহমান পিয়াস, জোনাইল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মহিউদ্দিন রানা, সম্পাদক সাজেদুল ইসলাম ও বড়াইগ্রাম সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি হাসানুজ্জামান শিপন বক্তব্য রাখেন।

আরও দেখুন

সিংড়ায় কৃষকের নির্মাণাধীন ঘর

ভেঙ্গে দিলো প্রতিপক্ষরা নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় কৃষক মাসুদের নির্মাণাধীন ঘর ভেঙ্গে দিয়েছেপ্রতিপক্ষরা। চাঁদা না …