নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রামের জোনাইল ইউনিয়ন পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। বৃহস্পতিবার চেয়ারম্যান তোজাম্মেল হকের সভাপতিত্বে পরিষদের সচিব শ্রী সঞ্জয় কুমার চাকী দুই কোটি ২৫ লাখ ৫৪ হাজার ১৯৮ টাকার বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব খাতে ১২ লাখ ৪৬ হাজার ৯০৩ টাকা আয় এবং ১১ লাখ ৭১ হাজার ৩৭১ টাকা ব্যয় ধরা হয়েছে। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে দুই কোটি ১৩ লাখ ১৮ হাজার ৯৫১ টাকা এবং ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৩ লাখ ৭ হাজার ২৯৫ টাকা।
এছাড়া বাজেটে ৮৭ হাজার ১৮৮ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। বাজেট পেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জোনাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান হারেজ। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে ইউপি সদস্য সেলিম হোসেন, এমদাদুল হক ও এনামুল হক প্রিন্স বক্তব্য রাখেন।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …