বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামের গুরুদাসপুরে ১১ হাজার পরিবারকে সাংসদ আব্দুল কুদ্দুসের খাদ্য উপহার প্রদান

বড়াইগ্রামের গুরুদাসপুরে ১১ হাজার পরিবারকে সাংসদ আব্দুল কুদ্দুসের খাদ্য উপহার প্রদান


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ

নাটোরের বড়াইগ্রাম ও গুরুদাসপুরের ১১ হাজার পরিবারকে ব্যক্তিগত অর্থায়নে খাদ্য উপহার দিয়েছেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। করোনা পরিস্থিতির আলোকে সৃষ্ট সাময়িক সংকট মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ১৬ হাজার পরিবার প্রধানকে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে বুধবার দিনব্যাপী নাটোরের বড়াইগ্রাম উপজেলার তিনটি এলাকায় ৩শত ১৫ জনকে খাদ্য উপহার প্রদান করেন এমপি আব্দুল কুদ্দুস।

এ নিয়ে বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলায় ১১ হাজার পরিবারকে তিনি খাদ্য উপহার প্রদান করেন। সত্তোর্ধ্ব বয়সী নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস সশরীরের উপস্থিত থেকে এ খাদ্য সহায়তা কর্মহীন ও হতদ্ররিদ্রদের হাতে তুলে দিচ্ছেন।

এ সময় তার সাথে সহযোগিতা করছেন সাংসদের পুত্র আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন। বুধবার সকাল ১০টায় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার মৃধাপাড়া, কালিকাপুর ও মহিষভাঙ্গা এলাকায় খাদ্য উপহার বিতরণ করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, জেলা আওয়ামী’লীগের শিক্ষা-মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, যুবলীগের সাবেক আহ্ববায়ক ও করোনা ভাইরাস প্রতিরোধ সেলের পৌর সমন্বয়কারী কাজী আব্দুল্লাহ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

আরও দেখুন

সিংড়ায় চ্যারিটেবল সোসাইটি অব

বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,নাটোরের সিংড়ায় অসহায় ও হাফেজি দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকরা হয়েছে। …