নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে খাল থেকে গনি প্রামানিক (৫০) নামের এক মানসিক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলা রয়না ভরট গ্রামে এ ঘটনা ঘটে। গনী প্রামানিক রয়না ভরট গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
গনির ছেলে ফয়সাল হোসেন জানান, তার বাবা পাঁচ বছর যাবত মানসিক ভারসাম্য হিনতায় ভুগছে। রবিবার সকালে চাচা রফিকুল ইসলামকে আমার বাবা চর মারে। আমার চাচা বাবাকে গাছের সাথে বেধে রাখে। দুপুরে পুলিশ এসে বাবাকে ছেড়ে দেয়। রাত ৯টার দিকে বাড়ি পাশের খাল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়না তদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …