রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামের অধ্যক্ষ সারোয়ার হোসেন বিপ্লব আর নেই

বড়াইগ্রামের অধ্যক্ষ সারোয়ার হোসেন বিপ্লব আর নেই

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের খাকসা-খোকসা বিজনেস ম্যানেজম্যান্ট আইটি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সারোয়ার হোসেন বিপ্লব (৪৬) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার দিনগত রাত দেড়টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সোমবার সকাল ১০টায় তার নিজ গ্রাম সরিষাহাট ঈদগাহ মাঠে জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, ইউএনও আবু রাসেল, বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরও দেখুন

লালপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাংবাদিকের ছেলের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,,, নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ ইসলাম (১৫) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। …