নিউজ ডেস্ক:
একটানা তিনমাস বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনির নতুন ১৩০৬ নম্বর ফেইস থেকে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান ঢাকা থেকে ভার্চ্যুয়ালি কয়লা উত্তোলন কাজের উদ্ধোধন করেন।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সাইফুল ইসলাম জানান, খনি ভূ-গর্ভে ১৩১০ নম্বর কোল ফেইসে মজুত শেষ হয়ে যাওয়ায় গত ২৭ এপ্রিল থেকে কয়লা উত্তোলন বন্ধ ছিল। এরপর ১৩১০ নম্বর ফেইসে কয়লা উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি সরিয়ে ১৩০৬ নম্বর ফেইসে স্থাপন করে পরীক্ষামূলকভাবে কয়লা উত্তোলন শুরু করে।
এক প্রশ্নের জবাবে নাজমুল আহসান বলেন, এখন প্রতিদিন ১ হাজার থেকে ১২শ মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে। এরপর স্বল্প সময়ের মধ্যে পুরো দমে ক