মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ব্রিটিশ নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের হ্যাট্রিক জয়
Mandatory Credit: Photo by Lucy Young/REX/Shutterstock (4626461b) Tulip Siddiq Tulip Siddiq, Labour general election candidate for Hampstead and Kilburn constituency, Kilburn Grange Park, London, Britain - 31 Mar 2015

ব্রিটিশ নির্বাচনে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপের হ্যাট্রিক জয়

ব্রিটেনের সাধারণ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হলেন তিনি। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) এ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়।

এর আগে পরপর দুইবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক। লন্ডনের হ্যামপস্টেড ও কিলবার্ন আসন থেকে এবার তৃতীয়বারের মতো নির্বাচনে অংশ নিলেন তিনি।

বিশ্লেষকরা মনে করছেন, পূর্ব ইউরোপীয় ও মুসলিম ভোটারদের সমর্থন টিউলিপের জয়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৯ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, যাদের মধ্যে ৭ জনই নারী। বিরোধী লেবার পার্টি থেকে লড়েছেন সর্বোচ্চ ৭ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। লিবারেল ডেমোক্র্যাট ও কনজারভেটিভ পার্টি থেকে একজন করে এই নির্বাচনে অংশ নেন।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *