বৃহস্পতিবার , সেপ্টেম্বর ১৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ব্যাবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি এগিয়ে নেওয়ার দাবীতে নাটোরে বাংলাদেশ ওর্য়াকাস পার্টির মানববন্ধন

ব্যাবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি এগিয়ে নেওয়ার দাবীতে নাটোরে বাংলাদেশ ওর্য়াকাস পার্টির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

মার্কিন সাম্রাজ্যবাদ রুখে দিয়ে ব্যাবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রনে দৃঢ় পদক্ষেপ গ্রহণ ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতি এগিয়ে নেওয়ার দাবীতে নাটোরে মানববন্ধন করেছে বাংলাদেশ ওর্য়াকাসপার্টি জেলা শাখা। আজ শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে সদর উপজেলা ওযার্কাস পার্টির ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন দলের সদর উপজেলার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, যুবমৈত্রীর সভাপতি মাহাবুবুল আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন দেশে এখন দুর্ভিক্ষ চলছে। সরকারের মন্ত্রী এমপিরা লুটপাট করে দেশকে গরিব রাষ্ট্রে পরিণত করে ফেলেছে। দ্রব্য মূল্যের উর্দ্ধগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ এর পিছনে যে সিন্ডিকেট রয়েছে তা ভাঙ্গার জন্য সরকারের কোন পদক্ষেপ নেই। বর্তমানে জনগণ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির নেতা আশরাফুল হক নিজ দলের চাঁদাবাজির টাকা ফেরত দিলেন দুইটি পরিবারকে

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর এলাকায় ৫ তারিখের পর থেকে বেশ কয়েকটি অসহায় পরিবারের কাছ থেকে …