সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / ব্যাংক এশিয়ার গোপালপুর শাখার উদ্বোধন

ব্যাংক এশিয়ার গোপালপুর শাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
ব্যাংকিং কার্যক্রমকে জনগণের দোড় গোড়ায় পৌঁছে দিতে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ব্যাংক এশিয়ার গোপালপুর এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে এবং শাখার মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে মার্তৃত্বকালীন ভাতা বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলার গোপালপুর বাজারে ব্যাংক এশিয়ার চত্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু।

উদ্বোধনী অনুষ্ঠানে নাটোর জেলা পরিষদের সদস্য ও গোপালপুর বণিক সমিতির সভাপতি বদিউর রহমান বদরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশষ অতিথি ছিলেন লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা সম্পাদিকা আছিয়া জয়নুল বেনু, ব্যাংক এশিয়ার ডিজিটাল পেমেন্ট চ্যানেল হেড চন্দন নাগ ( ভার্চুয়ালি যুক্তু), রাজশাহী অঞ্চলের রিজিওনাল অফিসার আতিকুর রহমান, ডিস্ট্রিক ম্যানেজার রওশন জামিল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার গোপালপুর এজেন্ট শাখার প্রধান উজ্জল হোসেন, পয়েন্ট ইনচার্জ সোহরাব হোসেন প্রমূখ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …