শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জাতীয় / ব্যবসা ও বিনিয়োগের অবারিত সুযোগ দক্ষিণ সুদানে

ব্যবসা ও বিনিয়োগের অবারিত সুযোগ দক্ষিণ সুদানে

নিউজ ডেস্ক:
দক্ষিণ সুদানে বাংলাদেশিদের জন্য রয়েছে ব্যবসা-বাণিজ্য ও কৃষি খাতে বিনিয়োগের দারুণ সুযোগ। সেখানে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, সহায়ক কর নীতিমালা এবং পার্শ্ববর্তী দেশগুলোতে রপ্তানির সম্ভাবনার কারণে সেখানে ব্যবসা ও বিনিয়োগ বড় সুযোগ হতে পারে। বর্তমানে দেশটিতে আইটি খাতের ব্যবসার অর্ধেকের বেশি অংশ বাংলাদেশি কয়েকজন ব্যবসায়ীর নিয়ন্ত্রণে। বাংলাদেশি আইটি প্রতিষ্ঠানের বিলবোর্ড রয়েছে সেখানকার রাজধানী জুবার বিভিন্ন সড়কে। 

ফার্স্টনেটের এ এস এম সাজ্জাদুল আমিন বলেন, এখানে আসলে কিছুই উৎপাদন হয় না। পুরোটাই আমদানি করতে হয়। এখানে কৃষি খাতে ব্যাপক সম্ভাবনা রয়েছে। মৎস্য ও পশুখাদ্যের প্লান্ট হতে পারে। চাষাবাদ করে লাভবান হওয়ারও প্রচুর সুযোগ রয়েছে। এখানে আমদানি পণ্য আসে পার্শ্ববর্তী কেনিয়ার বন্দর দিয়ে, উগান্ডা হয়ে। এতে খরচ অনেক বেড়ে যায়।    

দক্ষিণ সুদানে পিরোজপুরের আবুল হাসান আছেন গত সাত বছর ধরে। নিজের একটি দোকান চালান ইউএন গেটের সামনে। বাংলাদেশের প্রাণ ও সজীব করপোরেশনের বিভিন্ন পণ্য পাওয়া যায় তার দোকানে। তিনি বলেন, ২০১৩ সালে প্রথম আসি এ দেশে। প্রথমে এসেছিলাম কাজের জন্য। পরে এসে ব্যবসা শুরু করি। এখানে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। প্রায় ৩৫০ বেসামরিক ব্যক্তি ব্যবসা করে ভালো আছেন। তিনি জানান, তার খালাতো ভাই আছেন এখানে। তার মাধ্যমেই ভিসা নিয়ে আসেন। ট্যাক্সের কোনো ঝামেলা নেই। মাল আমদানি করি, বিক্রি করি। বাড়তি ট্যাক্স কিংবা চাঁদাবাজির কোনো ঝামেলা নেই। সম্প্রতি কানাডার ভিসা পেয়েছেন। বললেন, ভাবছি, কানাডা গিয়ে কী করব? এখানে মাসে ২-৩ লাখ টাকা সহজেই আয় করি। কানাডা গিয়ে এই পরিমাণ টাকা আয়ের সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে। তাই যাব না ভাবছি। তিনি বলেন, এখানে এসে কেউ যদি মাছের ব্যবসাও করেন তার দুই থেকে আড়াই লাখ টাকা আয় করা কঠিন কিছু নয়।

স্থলবেষ্টিত (ল্যান্ডলক) দক্ষিণ সুদানের চার পাশে রয়েছে সুদান, সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক, গণতান্ত্রিক কঙ্গো, উগান্ডা, কেনিয়া এবং ইথিওপিয়া। এর মধ্যে সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক, গণতান্ত্রিক কঙ্গো এবং উগান্ডায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে রয়েছে আমাদের শান্তিরক্ষীরা। ইথিওপিয়ায় রয়েছে বাংলাদেশের দূতাবাস, যেখান থেকে দক্ষিণ সুদানসহ আফ্রিকার বিভিন্ন দেশের ভিসা কার্যক্রম তদারকি করা হয়। প্রবাসী ব্যবসায়ীরা বলেছেন, পার্শ্ববর্তী দেশগুলোকে লক্ষ্যবস্তু করে দক্ষিণ সুদানে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর এখনই সময়।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …