রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / গুরুদাসপুর / ব্যক্তি উদ্যোগে ৫’শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরণ

ব্যক্তি উদ্যোগে ৫’শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর .
নাটোরের বড়াইগ্রামে ব্যক্তি উদ্যোগে প্রায় ৫’শতাধিক দুস্থদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার চন্ডিপুর গ্রামে নিজ বাসায় ব্যবসায়ী মোঃ রুহুল আমীন রুবেলের ব্যক্তিগত তহবিল থেকে ওই খাবার বিতরণ করেন। এসময় বড়াইগ্রাম-লালপুর উপজেলার প্রায় ৫০০ জন গরীব অসহায় দুস্থ মানুষ। তাদের মাঝে এক কেজি করে আটা বিতরণ করা হয়।
রুহুল আমী রুবেলের ছোট ভাই নাহিদ জানান, ১৪ বছর ধরে হতদরিদ্র ও ছিন্নমুল মানুষের জন্য কাজ করে যাচ্ছেন রুহুল আমীন রুবেল। শুক্রবার এলেই এলাকার গরীব মানুষগুলো তাঁর বাড়িতে হাজির হন সহায়তা পেতে। এছাড়া বছরের বিশেষ উৎসব গুলোতে তিনি মানুষের জন্য কিছু একটা করে থাকেন। বছরের প্রত্যেক শুক্রবার গরীব অসহায় দুস্থদের মাঝে খাবার,আর্থিক সহায়তা,গরীব মেয়েদের বিবাহ,কুলখানী,টিউবওয়েল এমনকি তাদের জন্য বিশেষ বিশেষ দিনে বিশেষ আয়োজন ছাড়াও মাঝে মাঝে বনভোজনের আয়োজন করা হয়।

আরও দেখুন

নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক………………..নাটোরে হেফাজতে ইসলাম বাংলাদেশ নাটোর জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বেলা ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *