বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / ব্যক্তিগত অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

ব্যক্তিগত অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ

দেশের এই ক্রান্তিলগ্নে নাটোরের গুরুদাসপুরে ব্যক্তিগত অর্থায়নে করোনায় ক্ষতিগ্রস্থ ও প্রতিবন্ধী শতাধিক পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপহার বিতরণ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ সভাপতি আহাম্মদ আলী মোল্লা।


আজ সকালে গুরুদাসপুর উপজেলার সাবগাড়ী বাজারস্থ একটি মাঠে প্রধান উদ্যোক্তা আহাম্মদ আলী মোল্লা নিজ হাতে ওই ঈদ উপহার বিতরণ করেন। বিতরণ শেষে তিনি করোনার ভয়াবহতা উল্লেখ্য করে সবাইকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে নিষেধ এবং সমাজের বিত্তশালীদের অসহায় মানুষদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।

এছাড়াও বক্তব্য রাখেন, গুরুদাসপুর পৌর যুবলীগের সভাপতি তাহের সোনার, এ্যাডভোকেট সরোয়ার স্বপনসহ প্রমুখ। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …