নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুরঃ
করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদে নাটোরের গুরুদাসপুরে পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে এক হাজার হতদরিদ্র মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ সকালে গুরুদাসপুর বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী অনার্স কলেজ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি স্থানীয় সাংসদ আলহাজ্ব অধ্যাপক আব্দুল কুদ্দুস ও উদ্যোক্তা পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম নিজ হাতে ওই ঈদ সামগ্রী বিতরণ করেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় করোনার ভয়াবহতা উল্লেখ্য করে তার করনীয় এবং দেশের এমন দূর্যোগে বর্তমান সরকারের নানা বাস্তবমুখী প্রদক্ষেপের কথা বক্তব্য রাখেন, প্রধান অতিথি স্থানীয় সাংসদ।
এছাড়া আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, বাংলাদেশ যুবমহিলালীগের সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, এমপি পুত্র আশিফ আব্দুল্লাহ আল শোভন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রাজকুমার কাসি, পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম সবুজ.ছাত্রলীগ সভাপতি আতিয়ার রহমান বাধন, সাধারন সম্পাদক শুভামীষ কবিরসহ আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।