সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / বোরো ধান কাটা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বোরো ধান কাটা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, নন্দীগ্রামঃ

বগুড়ার নন্দীগ্রামে বোরো ধান কাটা পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। গত মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাঠে ধান কাটা পরিদর্শন করেন তিনি।

জানা গেছে, করোনাভাইরাসের প্রভাবে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পাকা বোরো ধান নিয়ে চরম উদ্বিগ্ন কৃষক। এ অবস্থায় কৃষক ও শ্রমিকদের সাহস ও শক্তি যোগাতে নন্দীগ্রামে পরিদর্শনে বের হন তিনি। এ সময় ধান কাটার শ্রমিকদের মাস্ক না থাকায় তিনি তাৎক্ষণিকভাবে মাস্ক প্রদান করেন।

পাশাপাশি কৃষক ও শ্রমিকদের পাকা ধান কাটার আহ্বান জানান তিনি। শ্রমিকরা সামাজিক দূরুত্ব বজায় রেখে ধান কাটছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কাশেম, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মেয়র কামরুল হাসান জুয়েল ও উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু প্রমুখ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …