বুধবার , নভেম্বর ১৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বৈরী আবহাওয়ায় নাটোরের লালপুরে বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয়

বৈরী আবহাওয়ায় নাটোরের লালপুরে বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক, লালপুর
নাটোরের লালপুরে বিরূপ আবহাওয়ার প্রভাবে এলাকার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। বুধবার ৭ আগস্ট ভোর থেকে সারাদিন মেঘলা আকাশসহ ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থায় বার বার ত্রুটি দেখা দেয়। ফলে ঈদের আগে ব্যাংকসহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরগুলোতে সংশ্লিষ্টরা ভোগান্তিতে পড়েন। বিশেষ করে উপজেলার বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বহুল প্রতীক্ষিত ঈদের বেতনসহ বোনাস একারণে উঠাতে পারেন নি।

উল্লেখ্য গতকাল দুপুরে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের জুলাই মাসের বেতন সহ ঈদ বোনাসের কাগজ ব্যাংকে জমা হলেও বিদ্যুৎ বিভ্রাটের কারণে তারা উঠাতে পারেন নি। লালপুর পল্লী বিদ্যুতের জোনাল অফিসের সংশ্লিষ্টদের বৈদ্যুতিক লাইনের ত্রুটি মেরামত করতে গতকাল হিমশিম খেতে হয়। বুধবার ভোর থেকে সারাদিন অসংখ্য বার বন্ধ হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত (বিকেলে ৪টা) বিদ্যুৎ বন্ধ ছিল।

এ ব্যাপারে পল্লী বিদ্যুৎ লালপুর জোনাল অফিসের উপ-সহকারী প্রকৌশলী ইসমাইল হোসেন জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে ঝড়ো হাওয়ায় সঞ্চালন লাইনের ওপর গাছপালা হেলে পড়ায় বারবার বিদ্যুৎ ব্যবস্থার ত্রুটি দেখা দিচ্ছে।

এ ব্যাপারে ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, সাগরে সৃষ্ট নিম্ন চাপের কারণে এধরনের আবহাওয়া বিরাজ করছে।

আরও দেখুন

কবি নজরুলের কাজগুলি ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য- মি. প্রণয় ভার্মা

নিউজ ডেস্ক ………‘কবি নজরুলের কাজগুলি ভারত ও বাংলাদেশের একটি যৌথ সাংস্কৃতিক ঐতিহ্য’-ঢাকায় ভারতীয় হাইকমিশন আয়োজিত …