শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বৈধ পথে সার্বিয়া গেলেন ৬ বাংলাদেশি কর্মী

বৈধ পথে সার্বিয়া গেলেন ৬ বাংলাদেশি কর্মী

নিউজ ডেস্ক:
সার্বিয়ায় গেলেন আরও ছয়জন বাংলাদেশি কর্মী। বৈধভাবে দেশটিতে যাওয়া এ বাংলাদেশিরা কোরেক্স ডো কোম্পানিতে কাজে যোগ দেবেন।

ইতালির রোমের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, শনিবার ছয় বাংলাদেশি সার্বিয়ায় পৌঁছান। তারা দেশটির বিমানবন্দরে পৌঁছালে কোরেক্স ডো কোম্পানির পক্ষ থেকে অভ্যর্থনা জানান সার্বিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল জেনারেল ডেভর ব্রিসিস।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সার্বিয়ায় প্রথম বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হয় গত বছরের জুন মাসে। প্রথম দফায় দেশটিতে নয়জন প্রশিক্ষিত কর্মী পাঠায় বাংলাদেশ। এরপর দেশটিতে বাংলাদেশি কর্মীদের জন্য ৩০টি ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়, যার মধ্যে ১৪জন কর্মী গত বছরের সেপ্টেম্বরের মধ্যে সেখানে গেছেন।

গত বছরের সেপ্টেম্বরে সার্বিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান দেশটির দেশটির শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী দারিজা কিসিচ তেপাভেভিচের সঙ্গে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাতে সার্বিয়ার মন্ত্রী বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নেওয়ার আগ্রহের কথা জানান।

কূটনৈতিক সূত্র বলছে, কর্মী প্রেরণ নিয়ে একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করা নিয়ে কাজ করছে ঢাকা ও বেলগ্রেড।

আরও দেখুন

বড়াইগ্রামে জামায়াতের ব্যাবসায়ী সমাবেশ

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া উপজেলা মডেল মসজিদ হল রুমে শুক্রবার বাদ জুম্মা জামায়াতে …