নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়েছে। গত দুই রাতে উপজেলার শেরকোল ও রামানন্দ খাজুরা ইউনিয়নে আটটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে কৃষকের মাঝে আতংক বিরাজ করছে। বোরো ধান কাটা মৌসুমে কাজ-কাম ফেলে অনেকেই রাত জেগে তাদের ট্রান্সফরমার পাহারা দিতে হচ্ছে।
কৃষক স‚ত্রে জানা যায়, সিংড়া উপজেলায় এখন চারিদিকে বোরো ধান কাটার মৌসুম শুরু হয়েছে। ধান কাটার ব্যস্ততা ও মাঠ ফাঁকা হয়ে যাওয়ায় সোমবার রাতে হঠাৎ তেলিগ্রাম ও রাণীনগর বিল থেকে ১০ কেভি ৩টি ও ৫ কেভি ২টি বৈদ্যুতিক সেচ ট্র্যান্সফরমার চুরি হয়ে যায়। এর আগে রোববার রাতে রামানন্দ খাজুরা ইউনিয়নের তালহারা মাঠ থেকে আবু হানিফ নামের এক কৃষকের একটি গভীর নলক‚পের ১০ কেভি ৩টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সিংড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার শাহাদত হোসেন চুরি যাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আর কৃষকদের সেচ শেষ হলেই আবেদন পেলেই সঙ্গে সঙ্গে ট্রান্সফরমার নামাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিংড়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম বলেন, চুরি যাওয়ার বিষয়টি আজকের আইন শৃংখলা সভায় আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করবেন। তবে চুরি রোধে জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনার করেন তিনি।