নিজস্ব প্রতিবেদক, রাণীনগর (নওগাঁ):
‘জেনে, বুঝে বিদেশ যাই অর্থ সম্মান দু’টোই পাই’
এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা হল রুমে প্রবাসি কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের তত্বাবধানে ও উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক সানজিদা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, কৃষি অফিসার শহিদুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান হারুনূর রশিদ, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি এসএম সাইফুল ইসলাম বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন শফিউল আলম প্রমূখ।