শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বেশি দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা

বেশি দামে তেল বিক্রির অভিযোগে জরিমানা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিকেলে উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়াম খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, বনপাড়া বাজারে অনিক সাহ (৩২), মুক্তার হোসেন (২৮) ও আব্দুল মান্নানে (৩০) মুদি দোকানে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অভিযোগ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান কালে অনিক সাহকে তিন হাজার, মুক্তার হোসেকে এক হাজার ও আব্দুল মান্নানকে তিন হাজার টাকা জরিমানা আদায় করেন।

এছারাও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক বনপাড়া বাজারে মোহাম্মদ ও নারায়ন ষ্টোরকে ছয় হাজার টাকা জমিমানা আদায় করেন।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …