বৃহস্পতিবার , এপ্রিল ১৭ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / বেলপুকুরে সাবেক ছাত্রলীগ নেতা মুরাদের নিজ উদ্যোগে মাস্ক বিতরণ

বেলপুকুরে সাবেক ছাত্রলীগ নেতা মুরাদের নিজ উদ্যোগে মাস্ক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এর প্রাদুর্ভাব ঠেকাতে সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর ইউনিয়নের সাধারণ জনগণের মাঝে সাবেক ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি মুরাদের নিজ উদ্যোগে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টার সময় ইউনিয়নের বেলপুকুর বাজার, বাইপাস মোড়সহ বিভিন্ন জনবহুল স্থানের পথচারী, ব্যবসায়ী, অটোরিকশা চালক, ভ্যান চালকসহ সাধারণ মানুষদের মাঝে এসব মাস্ক বিতরণ করা হয়। 

মাস্ক বিতরণকালে রাজশাহী জেলা যুবলীগের সহ-সম্পাদক মহিবুল ইসলাম বিদ্যুৎ, জেলা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক মাজিদুর রহমান নয়ন, বেলপুকুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাবর আলী, পুঠিয়া উপজেলা কৃষক লীগের সহ-সভাপতিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় করোনার দ্বিতীয় ঢেউ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে সাধারণ জনগণসহ সকলকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সাবেক ছাত্রলীগ নেতা মুরাদ।

আরও দেখুন

পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের জন্য বিশ্রাম,পানি ও খাবার স্যালাইনের ব্যবস্থা করলো ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, নাটোরের নলডাঙ্গায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার …