শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বেরসিক পুলিশ আড্ডা দিতে বাধা দিল স্কুল কলেজ পালানোরদের

বেরসিক পুলিশ আড্ডা দিতে বাধা দিল স্কুল কলেজ পালানোরদের

নিজস্ব প্রতিবেদক:

স্কুল-কলেজ ফাঁকি দিয়ে রাজবাড়ীতে ঘোরাঘুরি করছে ছাত্র-ছাত্রীরা এমন খবরে নাটোর রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করেছে ডিবি পুলিশ।

তবে সবাইকে মুচলেকার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে প্রাথমিকভাবে জানান ডিবির (ওসি) আব্দুল‌ মতিন।  রবিবার(৮ অক্টোবর) দুপুর দুইটায় শহরের বঙ্গজল এলাকায় অবস্থিত ‘নাটোর রাজবাড়ী’তে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নাটোরের অন্যতম পর্যটন কেন্দ্র ‘নাটোর রাজবাড়ী’র ভেতরে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল। এমন তথ্য স্থানীয়রা পুলিশ সুপারকে মোবাইল ফোনে জানায়। পরে পুলিশ সুপারের নির্দেশে জেলা ডিবি পুলিশের একটি টিম রাজবাড়ীতে অভিযান চালায়। এরপর রাজবাড়ীর ভেতরের বিভিন্ন অংশ থেকে তাদের আটক করা হয়।

স্থানীয়রা জানান, প্রতিদিন রাজবাড়ীর ভেতরে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে এসে ঘোরাঘুরি করে। অনেক যুবক-যুবতী রাজবাড়ীর নির্জন জায়গায় অসংলগ্ন অবস্থায় থাকে। যার কারণে সাধারণ দর্শনার্থীরা এসে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। তারা প্রশাসনের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। সেই সাথে মাঝে মধ্যে এরকম অভিযান পরিচালনা করার আহ্বান জানান স্থানীয়রা।

ডিবির (ওসি) আব্দুল‌ মতিন নারদ বার্তা কে জানান, ক্লাস ফাঁকি দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজবাড়িতে আড্ডা দিচ্ছে এমন খবরে পেয়ে সেখানে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে ডিবি অফিসে নিয়ে আসা হয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও দেখুন

রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে  ১৫ভরি স্বর্ণের ও 

১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,  নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার  পথে পথ …