রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাগাতিপাড়ায় স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি অব্যহত

বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাগাতিপাড়ায় স্বাস্থ্য কর্মীদের কর্মবিরতি অব্যহত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে নাটোরের বাগাতিপাড়ায় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা বৃহস্পতিবার থেকে তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছেন।

‘ভ্যাকসিন হিরোর সম্মান, স্বাস্থ্য সহকারীদের অবদান’ শ্লোগানে বাংলাদেশ হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের বাগাতিপাড়া শাখার ব্যানারে রবিবারেও সকাল থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অব্স্থান নিয়ে তারা এ কর্মবিরতি পালন করেন। তাদের দাবি পূরণে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেওয়া হয়।

এ কর্মসূচীতে এসোসিয়েশনের উপজেলা সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে অংশ নেন পরিদর্শক শাহনেওয়াজ হোসেন, সংগঠনের সাধারন সম্পাদক মহব্বত হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কমর উদ্দিন প্রমুখ নেতৃবৃন্ধ।

তাদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীতকরণ করে অতিদ্রুত প্রজ্ঞাপন জারি করতে হবে।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …