শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বেকার যুবকদের ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স প্রশিক্ষণের উদ্বোধন

বেকার যুবকদের ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় সোমবার (৭ ফেব্রুয়ারী) বনপাড়া ডিগ্রী কলেজ এর শেখ রাসেল ডিজিটাল ল্যাব সকাল ৯ টা ৩০ মিনিটে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। উপজেলা পরিষদের আয়োজনে ও জাইকা প্রকল্পের সহযোগিতায় ৩০ জন প্রশিক্ষণার্থী নিয়ে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোসা. মারিয়াম খাতুন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহিন ওয়াজ সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আব্দুর রহমান আনসারী। উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ই-কমার্স আমাদের দেশে এখনো নতুন। সারা পৃথিবীতে ই-কমার্স এগিয়ে গেলেও আমাদের দেশে পণ্য ডেলিভারি, পেমেন্ট ব্যবস্থা, উদ্যোক্তাদের দক্ষতা ও অর্থায়নসহ কিছু প্রতিবন্ধকতা রয়েছে। বাংলাদেশ সরকার এসব বিষয় বিবেচনায় রেখে কাজ করে যাচ্ছে। আশা করছি, এ সেক্টরে দেশের অনেক বড় একটা অংশ কর্মসংস্থান খুঁজে পাবে।

প্রশিক্ষণ কর্মশালা আজ সোমবার (৭ ফেব্রুয়ারী) থেকে শুরু করে দশ দিনব্যাপী অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা ৩০  পর্যন্ত।

আরও দেখুন

বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …