শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বেইমানরা ভুলে যেতে পারে কিন্তু বাংলার সাধারণ মানুষ তাদের রাখাল রাজার কথা হৃদয়ে গেঁথে রেখেছে: বকুল

বেইমানরা ভুলে যেতে পারে কিন্তু বাংলার সাধারণ মানুষ তাদের রাখাল রাজার কথা হৃদয়ে গেঁথে রেখেছে: বকুল

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। সোমবার বিকেলে এই উপলক্ষে উপজেলার একডালা ইউনিয়নের স্কুল মাঠে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

এ আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১(লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ‍মুজিবুর রহমান (মুজিব)।

অনুষ্ঠানের প্রধান অতিথি শহিদুল ইসলাম বকুল এমপি বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিকৃতি খুনিরা ভেবেছিল বঙ্গবন্ধুকে শেষ করলেই বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে ভুলে যাবে। বেইমানরা ভুলে যেতে পারে কিন্তু বাংলার সাধারণ মানুষ তাদের রাখাল রাজার কথা হৃদয়ে গেঁথে রেখেছে

পরে পাঁকা ইউনিয়নের লোকমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে আরো একটি অনুষ্ঠানে যোগদেন তিনি।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …