নিজস্ব প্রতিবেদকঃ
আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই লকডাউনের ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসক ও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভাপতি মোহাম্মদ শাহরিয়াজ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। জরুরী নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র দোকান ছাড়া বা পরিবহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। কেউ জেলাতে ঢুকতেও পারবেন না আবার বের হতে পারবেন না। এমনকি এক উপজেলার লোকজন অন্য উপজেলাতেও যেতে পারবেননা। এই নির্দেশ অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে।
