শুক্রবার , নভেম্বর ১৫ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বৃহস্পতিবার নাটোরে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

বৃহস্পতিবার নাটোরে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন উপজেলার হাটে বাজারে এই আদালত পরিচালনা করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে জেলা প্রশাসন নাটোরের অভিযান অব্যাহত রয়েছে। ইউএনও, এসি (ল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পরিচালিত ১৫ টি মোবাইল কোর্টে গণজমায়েত করা, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা ও নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা সহ বিভিন্ন অপরাধে ৩৫ জন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ৩০,৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া জনসমাগম এড়াতে বিভিন্ন স্থানে সাপ্তাহিক হাট বন্ধ রাখা হয়। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গরীব দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নাটোরবাসীকে করোনামুক্ত রাখার জন্য সকলকে ঘরে থাকতে এবং স্বাস্থ্য বিধি মেনে চলতে অনুরোধ করা হয়। এছাড়া করোনা উপদ্রুত এলাকা বিশেষ করে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে কেউ নাটোরে আসলে তাকেও বাধ্যতামূলক ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …