সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / নাটোর সদর / বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোতাহার আলীর পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ

বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোতাহার আলীর পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরে বীর মুক্তিযোদ্ধা, সৈয়দ মোতাহার আলীর পরিবারের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ৯ম দিনের মতো এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলুর নেতৃত্বে নাটোর পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর পটুয়াপাড়ার মূক ও বধির সংস্থার কার্যালয়ে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এই সময়ে পৌর অভ্যন্তরে বিভিন্ন কর্মহীন শ্রমজীবী মানুষদের এবং মুখ ও বধির উন্নয়ন সংস্থার প্রতিবন্ধি ও কিছু পথচারীদের সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল ও যুবলীগ নেতা সৈয়দ মোজাম্মেল হক ফিরোজ। এ সময় উপস্থিত সবাইকে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি পালনের জন্য অনুরোধ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …