শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / রাজশাহী / বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক, জানাযা নামাজে অংশগ্রহণ

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে রাসিক মেয়রের শোক, জানাযা নামাজে অংশগ্রহণ

নিউজ ডেস্ক:

রাজশাহী মহানগরীর ফিরোজাবাদ (বিমানচত্বর) নিবাসী, রাজশাহী সিটি কর্পোরেশনে হিসাব বিভাগের হিসাব সহকারী আজগর আলী মারুফের মেজ ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন রাসিক মেয়র মহোদয়।

শোক বিবৃতিতে জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে বাদ আসর ফিরোজাবাদের হাজী কসিমুদ্দিন ঈদগাহে  মরহুম মোহাম্মদ আলীর জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে অংশগ্রহণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। জানাযা নামাজের পূর্বে মরহুমের মরহেদে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রাসিক মেয়র।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী আজ রবিবার (২৭ আগস্ট) ভোর আনুমানিক ৬টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর 

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …