বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মারা গেছেন

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মারা গেছেন

নিজস্ব প্রতিবেদকঃ

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মারা গেছেন। শনিবার রাতে তিনি তার বাসভবনে শহরের হাফ রাস্তায় মৃত্যুবরণ করেন। সাবেক জেলা ইউনিট কমান্ডার ও যুদ্ধকালীন সেকশান কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের খোলবাড়িয়া গ্ৰামের মৃত কছির উদ্দিনের ছেলে।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যা (অগ্রণী ব্যাংক কর্মকর্তা) রেখে গেছেন। সকাল সাড়ে দশটার দিকে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যদায় গার্ড অব অনার প্রদান শেষে জানাজার নামাজ সম্পন্ন হয়।

তার মৃত্যুতে গভীর ভাবে শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর আহ্বায়ক ও পৌর মেয়র উমা চৌধুরী জলি, সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু, সদস্য সচিব সৈয়দ মোস্তাক আলী মুকুল।

আরও দেখুন

নাটোরে যথাযোগ্য মর্যাদায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব পালিত

নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,,,,,,,নাটোরে যথাযথ আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচাইতে বড় ধর্মীয় উৎসব …