নিজস্ব প্রতিবেদক:
বীরত্বপূর্ণ বা কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬০ জন সদস্য পদক পাচ্ছেন। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। পরদিন বুধবার তা গেজেট আকারে প্রকাশিত হয়।
চারটি ক্যাটাগরিতে এ পদক প্রদান করা হবে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশ পদক (বিজিবিএম) পাচ্ছেন ১০ জন, রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক (পিবিজিএম) পাচ্ছেন ২০ জন, বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা (বিজিবিএমএস) পাচ্ছেন ১০ জন এবং প্রেসিডেন্ট বর্ডার গার্ড পদক সেবা (পিবিজিএমএস) পাচ্ছেন ২০ জন সদস্য। বিজিবিএম পদকপ্রাপ্তরা সম্মানী হিসেবে এককালীন নগদ এক লাখ টাকা ও মাসিক বেতনের সঙ্গে অতিরিক্ত এক হাজার ৫০০ টাকা করে পাবেন।
পিবিজিএম পদকপ্রাপ্তরা নগদ এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা করে পাবেন। বিজিবিএমএস পদকপ্রাপ্তরা এককালীন ৭৫ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে পাবেন এক হাজার ৫০০ টাকা করে। পিবিজিএমএস পদকপ্রাপ্তরা নগদ এককালীন ৫০ হাজার টাকা ও মাসিক বেতনের সঙ্গে এক হাজার টাকা সম্মানী পাবেন।