রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিশ্ব শিক্ষক দিবসে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবসে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব শিক্ষক দিবস-২০২১ নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ অক্টোবর বুধবার সকাল দশটার দিকে দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আলো’র নির্বাহী পরিচালক শামীমা লাইজু নীলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলক।

শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক এই প্রতিপাদ্য নিয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘাপতিয়া এম কে অনার্স কলেজ এর অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক জালালুম বাঈদ, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, অ্যাডভোকেট খগেন্দ্র নাথ রায় প্রমুখ। আলোচনা সভায় জেলার কলেজ সেকেন্ডারি স্কুল এবং প্রাইমারি স্কুলের শিক্ষক বৃন্দ অংশগ্রহণ করেন।

আলোচনার মাঝখানে বেসরকারি উন্নয়ন সংস্থা আলো’র পক্ষ থেকে জেলার সেরা শিক্ষক হিসেবে অধ্যাপক সুবীধ কুমার মৈত্র অলককে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আলো’র উপদেষ্টা মীর আব্দুর রাজ্জাক। ধারণাপত্র উপস্থাপন করেন আলো’র নির্বাহী পরিচালক শামীম লাইজু নীলা।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …