শুক্রবার , জানুয়ারি ১০ ২০২৫
নীড় পাতা / জাতীয় / বিশ্বের ৬ নম্বর দেশ হিসাবে গণহারে টিকা দিচ্ছে বাংলাদেশ

বিশ্বের ৬ নম্বর দেশ হিসাবে গণহারে টিকা দিচ্ছে বাংলাদেশ


নিউজ ডেস্ক:
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর ২০০ দেশের মধ্যে ৬ নম্বর দেশ হিসাবে গণহারে ভ্যাকসিন দিচ্ছে বাংলাদেশ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা বিষয়ে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

করোনা নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে থাকায় কল-কারখানা চলছে। ফলে লোকজন বেকার হয় নাই। রেমিট্যান্স পাচ্ছেন, বিদেশে যাওয়া-আসা এখনো অব্যাহত আছে, ইমপোর্ট-এক্সপোর্ট চলছে, খাদ্যের অভাব হয় নাই। করোনা নিয়ন্ত্রণ কোনো জাদু-মন্ত্র দিয়ে হয়নি, এটা ম্যাজিক না, এটার পেছনে অনেক খাটা-খাটনি হয়েছে। সমালোচনা হতে পারে, যারা এ বিষয়ে জানেন না, তারা তো সমালোচনা করবেই।

জাহিদ মালেক আরও বলেন, একটা ল্যাব থেকে এখন দেশে ২০৬টি ল্যাব হয়েছে। বেড ৯০ শতাংশ খালি এখন। আইসিইউ এখন ৭০ শতাংশ খালি। বাংলাদেশে এখন মোট ১৩শ’ করোনা রোগী রয়েছে। বর্তমানে দেশে মৃত্যু হার দেড় শতাংশ আর সুস্থ্যতার হার ৯০ শতাংশ।

আলোচনা সভায় পৌর মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) এস এম ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালামসহ গণ্যমান্য ব্যক্তিরা।

আরও দেখুন

গুরুদাসপুরে অগ্নিকান্ডে নিঃস্ব শিক্ষক পরিবারের পাশে ইউএনও

নিজস্ব প্রতিবেদক গুরুদাসপুর,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের গুরুদাসপুরে অগ্নিকান্ডে বাড়ির আসবাবপত্রসহ সবকিছুপুড়ে নিঃস্ব এক শিক্ষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন ইউএনও …