শুক্রবার , মার্চ ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাউয়েটের দুই শিক্ষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাউয়েটের দুই শিক্ষক


নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি (বাউয়েট) এর রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম ও ইইই বিভাগের প্রভাষক মোহাম্মদ মাহমুদুল হাসান মুবিন। বাংলাদেশ হতে স্থান পাওয়া ১ হাজার ৭৯৮ জনের মধ্যে ড. সাইফুল ইসলাম কেমিক্যাল সায়ান্সে প্রথম এবং ন্যাচারাল সায়ান্সে তাঁর স্থান ১৬তম এবং ইইই বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান বাংলাদেশ হতে স্থান পাওয়া ১ হাজার ৭৬৯ জনের মধ্যে ইলেট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এ ১১১তম। তাঁর গুগল স্কলার সাইটেশন ৫৯টি এবং এইচ ইনডেক্স স্কোর-৪।

সম্প্রতি প্রকাশিত এলপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স-২০২১ এর বিশ্বমানের গবেষকদের তালিকায় স্থান পান এই দু’জন গবেষক শিক্ষক। গবেষকদের বিগত পাঁচ বছরের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইল এর এইচ-ইন্ডেক্স , আই-১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের উপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করে এডি সাইন্টেফিক ইনডেক্স। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পাওয়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি (বাউয়েট) এর রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও ইইই বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান মুবিনকে অভিনন্দন জানান।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রথম স্থানে থাকা ড. সাইফুল ইসলাম তাঁর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘বিশ্বসেরা গবেষক বিজ্ঞানীদের তালিকায় নিজের নাম দেখে খুবই ভালো লেগেছে। এটি শুধু আমার নয়, আমার বিশ্ববিদ্যালয়ের জন্যও অনেক বড় প্রাপ্তি ও সম্মানের বিষয়। এটি আমার দীর্ঘ বিশ বছরের শিক্ষকতা ও গবেষণার ফল। একজন শিক্ষকের জন্য এর চেয়ে বড় সম্মান আর কিছুই হতে পারেনা। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও সামনে এগিয়ে নিতে চাই। এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের সবাইকে গবেষণামুখী হতে হবে।’

ইইই বিভাগের প্রভাষক মাহমুদুল হাসান কুয়েট থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তিনি বর্তমানে শিক্ষাছুটি নিয়ে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউসাউথ ওয়েলস (বিশ্বর‌্যাঙ্কিং-৪৩) এ পিএইচডি গবেষক হিসেবে কাজ করছেন। তিনি বলেন, ‘গবেষণা কর্মে এই বিশ্বর‌্যাঙ্কিং তরুণ শিক্ষকদের প্রেরণার উৎস হিসেবে কাজ করবে।’

আরও দেখুন

সিংড়ায় কীটনাশক স্প্রে করে ধান নষ্ট, থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদকসিংড়া : নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া গ্রামের মাঠে ক্ষতিকর কীটনাশক স্প্রে করে ৭ …