নিজস্ব প্রতিবেদক,নাটোর
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ফাতেমার পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক শাহরিয়াজ। ৫ টি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও অর্থের অভাবে ভর্তি নিয়ে অনিশ্চিত ফাতেমার পাশে দাঁড়ালেন তিনি। বুধবার বিকেলে লালপুর উপজেলার মেধাবী ছাত্রী ফাতেমা খাতুনকে ১০(দশ) হাজার টাকা প্রদান করেন জেলা প্রশাসক। জেলা প্রশাসকের কার্যালয়ে ফাতেমার হাতে এই আর্থিক সহযোগিতা তুলে দেয়া হয়। জেলা প্রশাসক বলেন, ভবিষ্যতেও তার পড়ালেখার জন্য আরো আর্থিক সাহায্য প্রদান করা হবে । এ সময় ফাতেমার সঙ্গে ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানিন দ্যুতি। উল্লেখ্য, কয়েকদিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমে মেধাবী ছাত্রী ফাতেমার বিশ্ববিদ্যালয় ভর্তি অনিশ্চিত বলে সংবাদ সংবাদ প্রচারিত হয়। জানা যায়, বাবা ইউসুফ আলী উপজেলার তিলকপুর মোড়ের ছোট একজন চা বিক্রেতা। ৩ শতাংশ বাড়ির জমিটি ছাড়া যার আর কিছুই নেই। মেয়ে একাধিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেও ভর্তি করানোর ও পড়ানোর টাকা নেই বলে জানান তিনি। ফাতেমার বড় বোন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। পিতার একার পক্ষে দুই বোনের লেখা পড়া করানো সম্ভব না বলে তিনি জানান ।
আরও দেখুন
সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন
রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নওগাঁর রাণীনগর …