নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়া উপজেলার “চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের” উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবু সাইদ মিয়াকে গত ১৬জুন “চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিস” থেকে নাটোরের লালপুর বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়েছে। দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়ায় আপাতত উক্ত বদলীর আদেশ স্থগিতের জন্য তিনি মানবিক আবেদন জানিয়েছেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ভূ: উ: কর আদায়ে গত বছর ১ অক্টোবর মাসে ৩১.৪৩.৬৯০০.০১৫.১৯.০০৪.১৬-৬২০(১০) নং স্মারকে শেরকোল ইউনিয়ন ভূমি অফিস থেকে আমাকে “চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসে বদলী করা হয়। গত ১৬জুন মঙ্গলবার আবার “চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিস” থেকে নাটোরের লালপুর ‘বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি’ অফিসে বদলী করা হয়েছে। দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মহামারি আকারে ছড়িয়ে পড়ায় চৌগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আবু সাইদ মিয়া তার স্ত্রী-সন্তানের কথা ভেবে আপাতত উক্ত বদলীর আদেশ স্থগিতের জন্য নাটোর জেলা প্রশাসক মহোদয়কে অনুরোধ করেছেন।
আরও দেখুন
সিংড়ায় বিষ প্রয়োগে পুকুরের মাছ নিধনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,নাটোরের সিংড়ায় বিষ প্রয়োগ করে রাতের আঁধারে একটি পুকুরের মাছ নিধন করার …