বুধবার , নভেম্বর ৬ ২০২৪
নীড় পাতা / ই-লার্নিং / নাটোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দক্ষতা উন্নয়ন ও আত্নকর্মসংস্থান সৃষ্টিতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম

নাটোরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দক্ষতা উন্নয়ন ও আত্নকর্মসংস্থান সৃষ্টিতে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক: “মাননীয় প্রধানমন্ত্রীর অবদান, ডিজিটাল হলো জীবনমান” এই প্রতিপাদ্য নিয়ে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দক্ষতা উন্নয়ন ও আত্নকর্মসংস্থান সৃষ্টিতে নাটোর আইটি ইন্সটিটিউট বিনামূল্যে ৩ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করেছে। নাটোর শহরের কান্দিভিটায় অবস্থিত শেখ কামাল আইটি ইনকিউবেশন সেন্টারে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালক মৌমিতা ঘোষের তত্বাবধানে এই প্রশিক্ষণ গ্রহণ করছে। বর্তমানে ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। তারা মাত্র কয়েকদিনের ব্যবধানে ল্যাপটপে নিজের নাম-ঠিাকানা সহ ABCD লিখতে পারছে। প্রশিক্ষণ শেষে তারা নিজেরাই নিজের জন্যে অর্থ উপার্জন করতে পারবে। তারা সমাজের বোঝা হয়ে থাকবে না।

আরও দেখুন

নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক …………… নাটোরে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাইলেন নবাগত জেলা প্রশাসক মিজ আসমা শাহীন। জেলা প্রশাসনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *